Seo Services

ভারতের ভূগােল

________________

258 -
ভারতের ভূগােল
49
57.
40, নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে (A) Synclinal উপত্যকা।
| (B) U - আকারের উপত্যকা (C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকার।
(D) ব দ্বীপ।
41. সিন্ধু নদের উৎপত্তিস্থল হল –
(A) শেষনাগ হূদ (B) ভীমতাল হুদ । | (C) নাসের হুদ (D) মানস সরােবর তা
42. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয় – (A) ত্রিভুজাকৃতি ব-দ্বীপের মাধ্যে
(B) মােহনার মাধ্যমে (C) ‘পাখীর পায়ের মত’ ব-দ্বীপের মাধ্যমে (D) চ্যুতির মধ্য দিয়ে।
ডব্লুবিসিএস - ২০১৩
43. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত? (A) শতদ্রু
(B) ইরাবতী। (C) চন্দ্রভাগা। (D) ঝিলমল 44. নর্মদা নদীর উৎপত্তি কোথায়? (A) অমরকন্টক মালভূমিত্র।
(B) বিন্ধ্য পর্বতমালা (C) মহাকাল পর্বতমালা।
(D) পালনী পর্বত
ডব্লুবিসিএস - ২০১৪।
45. নীচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের সেচসেবিত অঞ্চলে দেখা যায় না? (A) মৃত্তিকার লবণতা বৃদ্ধি
(B) ক্রমবর্ধমান জলজমা। (C) খালে বায়ু দ্বারা পলি সঞ্চয়।
(D) জল প্রবাহের ঘাটতি।
ডব্লুবিসিএস - ২০১৫
46. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হল ।
(A) গঙ্গার নিন্ন প্রবাহের মাত্রা বৃদ্ধির (B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন। (C) জলবিদ্যুৎ উৎপাদন।
(D) উপরােক্ত কোনটি নয়।
ডব্লুবিসিএস - ২০১৬
 47. অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পা
এবং পূর্ব)। নদী দুটি হল -- (A) নমর্দা এবং তাপ্তী।
(B) নর্মদা এবং মহানদী (C) তাপ্তী এবং বেতয়া।
(D) তাপ্তী এবং শােন। ** অমরকণ্টক পর্বত থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে – নর্মদা ও শােন।
 48, ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের থেকে বয়সে প্রাচীন? (A) শতদ্রুল। | (B) গঙ্গা। (C) বিপাশা।
(D) ইরাবতী
১}
________________

259
গুরতপণ তথ্য ?
• শতর উৎস ভারতে নয়।
ভারতে নয়, এটি তিব্বতের রাক্ষস হ্রদ থেকে উৎপত্তি হয়েছে।
| ডবিসিএস - ২০১৭ লাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল ।
(D) গােদাবরী
(C) কৃষ্ণা | (B) পেন্নার।
(A) কাবেরী।
পােলাভারম প্রকল্পটি অন্ধ্রপ্রদেশের পূর্ব গােদাবরী ও পশ্চিম গােদাবরী জেলার মধ্যবর্তী স্থানে
গুরুত্বপূর্ণ তথ্য ও
অবস্থিত।
ফারাক্কা ব্যারাজ নির্মাণের প্রধাণ কারণ কী ছিল?
(B) হুগলি নদীতে জলের জোগানে বৃদ্ধির (A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ ।
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহণ C) পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন 51, দামােদর ভ্যালি কর্পোরেশন হল
(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারী সংস্থা। (B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা। (C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা।
(D) পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
ডব্লুবিসিএস - ২০১৮ | ১৫ "চিলকা হ্রদ হল।
(B) স্বাদু জলের হ্রদ | A) নােনা জলের হ্রদ ত্রি
(D) গ্রীষ্মকালে নােনা জলের হ্রদ। (C) বর্ষাকালে স্বাদু জলের হ্রদ। | 53. ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল –
(A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহি (B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা। (C) কলকাতা বন্দরের অবনতি। (D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প
ভারতের ভূগােল ভারতের ভূগােল Reviewed by study school on January 31, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.